যশোরে প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণসহ শ্রী বিকাশ কুমার ঘোষ (৩৪) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ ব্যাটালিয়ন। রোববার (৭ ডিসেম্বর) ভোরে যশোর সদরের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৫১৫ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণালংকারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে টহলদল দাইতলা ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় বিশেষ কৌশলে প্যান্টের পকেটে লুকানো স্বর্ণসহ বিকাশকে আটক করা হয়। তিনি কুষ্টিয়ার মিরপুর থানার উত্তর কাটদহ গ্রামের বিফল চন্দ্র ঘোষের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার তাঁতিবাজারের একটি চক্রের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন। জব্দ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৩ লাখ ৩৬ হাজার টাকা। এছাড়া একটি মোবাইল ফোন, হাতঘড়ি, ইয়ারবাড ও নগদ ১ হাজার ৫৪৯ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, স্বর্ণ পাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে।
