ভারতের বলিউডে আদর্শ দম্পতি হিসেবে পরিচিত দিব্যা খোসলা কুমার ও ভূষণ কুমারের বিবাহিত জীবন নিয়ে সম্প্রতি ওঠা গুঞ্জনকে খোলাসা করলেন দিব্যা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া রেডিটে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, ‘না, এমন কিছুই ঘটছে না। কিন্তু মিডিয়া চাইছে, এটা হোক।’
দিব্যা খোসলা কুমার বলেন, বলিউড এমন একটি ইন্ডাস্ট্রি যেখানে প্রতিযোগিতা প্রচণ্ড। তিনি বলেন, ‘বলিউড এমন একটি ইন্ডাস্ট্রি যার চারপাশে কুমির আছে। আপনি অনুভব করেন, এর মধ্য দিয়ে নিজের পথ খুঁজে নিচ্ছেন।’
তিনি আরও যোগ করেন, সততা ও স্বকীয়তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিব্যা বলেন, ‘আমি কখনো কাজের জন্য নিজের আত্মাকে বিক্রি করব না। কাজ যদি পাই, ভালো; না পেলে ঠিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যখন ওপরে পৌঁছাবেন, তখন আপনার সঙ্গে ভালো কর্মফল থাকুক।’
নেটিজেনদের প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো ধরনের প্লাস্টিক সার্জারি বা চিকিৎসা করাননি। ‘নারে বাবা, কোনো সার্জারি করিনি।’
দিব্যাকে সর্বশেষ দেখা গেছে চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘এক চতুর নার’ সিনেমায়। ছবিটি পরিচালনা করেছেন উমেশ শুক্লা, এবং এতে অভিনয় করেছেন নীল নিতেশ মুকেশ, ছায়া কদমসহ আরও অনেকে।
দিব্যা সম্প্রতি তার প্রিয় প্রকল্প হিসেবে উল্লেখ করেন ‘সাভি’ সিনেমা। তিনি বলেন, “যুক্তরাজ্যে সিনেমাটির সবচেয়ে দুর্দান্ত শুট হয়েছিল। ৪২ দিন টানা প্রায় মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায় শুটিং করেছি। প্রোডাকশন খুব সুন্দর ছিল। এখন সব সিনেমার অভিজ্ঞতা ‘সাভি’ সেটের সঙ্গে তুলনা করি।”
২০২৪ সালের ৩১ মে মুক্তি পাবে ‘সাভি’। ২০২৩ সালের মার্চে যুক্তরাজ্যে সিনেমার শুটিং করতে গিয়ে তিনি গালে আঘাত পান, যা তার কিছু শুটিং ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন হর্ষবর্ধন রানে, মাইরাজ কক্কর এবং আরও অনেকে।
