নিউজ টোয়েন্টিফোর জনপ্রিয় সেলিব্রিটি টক শো স্টারটক-এর নতুন উপস্থাপক হিসেবে দায়িত্ব নেওয়া হল ‘মিস আর্থ বাংলাদেশ’ উম্মে জামিলাতুন নাইমা-কে। এখন থেকে নিয়মিত পর্দায় দর্শকরা উম্মেকে স্টারটক-এ উপস্থাপক হিসেবে দেখতে পারবেন।
উম্মে জামিলাতুন নাইমা একজন পরিবেশবিদ, করপোরেট পেশাজীবী, অভিনেত্রী ও সঞ্চালক হিসেবে কাজ করছেন। ২০২১ সালে মিস আর্থ আন্তর্জাতিক মঞ্চের ট্যালেন্ট রাউন্ডে সিংগিং ক্যাটাগরিতে সিলভার মেডেল জেতেন, যা বাংলাদেশের প্রথম অর্জন।
সিলেটে জন্ম ও বেড়ে ওঠা উম্মে জামিলাতুন নাইমা প্রকৃতির প্রতি আগ্রহী হয়ে পরিবেশ সংরক্ষণের কাজে নিবেদিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থিয়েটার স্টাডিজে সুযোগ থাকা সত্ত্বেও তিনি মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনায় স্নাতক করেছেন।
শৈশব থেকেই শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত উম্মে, বাংলাদেশ টেলিভিশন ও শিশু একাডেমিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। বাংলা কবিতা আবৃত্তিতে জাতীয় পুরস্কার ও গান, অভিনয়, চিত্রাঙ্কন ও সঞ্চালনায় তার অভিজ্ঞতা আছে।
তিনি আন্তর্জাতিকভাবে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। যুক্তরাজ্যের এরগন থিয়েটারের ‘টাইগার উইডো ক্লাইমেট স্টোরিটেলিং প্রজেক্ট’-এ সুন্দরবনের এক টাইগার উইডোর কণ্ঠের ভূমিকায় অংশগ্রহণ করেন, যা ব্রিটিশ কাউন্সিল দ্বারা সমর্থিত।
বর্তমানে উম্মে আকাশবাড়ি হলিডেজে হেড অব ব্র্যান্ড কমিউনিকেশনস হিসেবে কর্মরত এবং তার প্রতিষ্ঠিত পরিবেশ সংরক্ষণমূলক সংগঠন “স্রোত” পরিচালনা করছেন। সংগঠনটি পরিবেশ সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি ভিত্তিক উদ্যোগে কাজ করছে।
স্টারটক অনুষ্ঠানে নিয়মিত দেশের বিভিন্ন সেলিব্রিটি অতিথি হিসেবে এসে গল্প শেয়ার করেন। দর্শকরা সেখানে তাদের অজানা কাহিনী, জীবন ও অভিজ্ঞতা জানতে পান।
