অভিমান ভুলে স্বামীর কাছে ফিরলেন অভিনেত্রী, চাইলেন ক্ষমা

অভিমান ভুলে স্বামীর কাছে ফিরলেন অভিনেত্রী, চাইলেন ক্ষমা

বিনোদন

ওপার বাংলার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলি বিবাহিত জীবনের ১২ বছর পূর্ণ করলেন। মধ্যবর্তী সময়ে স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে দাম্পত্যে কিছু অভিমান জমেছিল, তবে এবার সেই মেঘ ভেঙে এসেছে স্বস্তির বৃষ্টি। ১২তম বিবাহবার্ষিকীতে রিয়া নিজেই সামাজিক মাধ্যমে সুখবর জানিয়েছেন।

তিনি লিখেছেন, “না, হাত ছেড়ে যেতে পারিনি আর এই জীবনে যাবও না। সাতজনম ধরে একে অপরকে জ্বালাবো, আগেও রাখব। আজ আমাদের বিয়ের জন্মদিন।”

রিয়া আরও যোগ করেছেন, “১২ বছর একসাথে পথচলা। অনেক খারাপ কথা বলেছি ও অন্যায় করেছি। আজকের দিনে এইটুকুই চাওয়া—ক্ষমা করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো আর হাতটা শক্ত করে ধরে রেখো। বাকি ঈশ্বর সব সামলে নেবেন। শুভ বিবাহবার্ষিকী, পতিদেব। সব কিছু ভুলে নতুন করে পথ চলা শুরু হোক।”

এই পোস্টে রিয়া একগুচ্ছ সুখী মুহূর্তের ছবি ভাগ করেছেন।

প্রসঙ্গত, স্বামী অরিন্দমের সঙ্গে দাম্পত্য কলহের কারণে রিয়া আগে যমজ দুই সন্তানকে নিয়ে আলাদা থাকতে শুরু করেছিলেন এবং আইনি পদক্ষেপও গ্রহণ করেছিলেন। তবে এখন সব ভুলে ফের স্বামী ও সন্তানদের সঙ্গে সুখী সংসার শুরু করছেন। চলতি বছর মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে দেখা গেছে রিয়া গাঙ্গুলিকে।