পরিবর্তন হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

পরিবর্তন হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

জাতীয়

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অনুষ্ঠানে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, এবং স্বাগত বক্তব্য দেন সিনিয়র সচিব মমতাজ আহমেদ।

প্রফেসর মুহাম্মদ ইউনূস বক্তৃতায় বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ গঠনের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন,

“বেগম রোকেয়া কখনো সমাজকে বাদ দিয়ে কাজ করেননি। তিনি সবসময় সমাজকে সঙ্গে নিয়ে এগিয়েছেন। ১০০ বছর আগে রোকেয়া লিখেছেন, ‘নারী-কন্যাদের লেখাপড়া শেখাও যাতে তারা অন্ন উপার্জন করতে পারে।’ আমরা কেন এখান থেকে শিখছি না? আয়োজন করছি, কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারছি না।”

তিনি আরও বলেন, “নারীদের সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ে তোলা উচিত। মেয়েরা গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেখিয়েছে। আজকের নারীসমাজ গণ-অভ্যুত্থান-পরবর্তী নারী সমাজ। এটি ভিন্ন ধরনের নারীসমাজ, যা শুধু নারীদের নয়, সমাজের সকলকে উজ্জীবিত করবে।”

উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা নারীদের ক্ষমতায়নের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার গুরুত্বের উপর জোর দেন।