ওমরাহ পালন করতে সৌদি আরবে গেলেন চিত্রনায়ক জায়েদ খান

ওমরাহ পালন করতে সৌদি আরবে গেলেন চিত্রনায়ক জায়েদ খান

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত নায়ক জায়েদ খান প্রথমবারের মতো ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র থেকে সোমবার তিনি ১০ দিনের সফরের জন্য রওনা দেন। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে জায়েদ খান বলেন, তিনি নিয়মিত নামাজ-রোজা পালন করেন এবং দীর্ঘদিন ধরেই ওমরাহ করার ইচ্ছে ছিল। এবার সেই স্বপ্ন পূরণ হচ্ছে। তিনি সবার দোয়া কামনা করেছেন।

জায়েদ খান দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। কখনো কানাডা, কখনো যুক্তরাষ্ট্র—বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমে তার সক্রিয় উপস্থিতি দেখা যাচ্ছে। রাজনৈতিক পরিস্থিতির পর গত ৫ আগস্টের পর থেকে তিনি আর দেশে ফেরেননি। বর্তমানে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-তে নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। তার তারকা-সংশ্লিষ্ট এই অনুষ্ঠানটিও বেশ আলোচিত হয়েছে।