কমলা গাউনে ঝড় তুললেন অভিনেত্রী ফারিন খান, নেটিজেনদের প্রশংসার বন্যা

কমলা গাউনে ঝড় তুললেন অভিনেত্রী ফারিন খান, নেটিজেনদের প্রশংসার বন্যা

বিনোদন

সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয় অভিনেত্রী ফারিন খান আবারও ভক্তদের নজর কাড়লেন নতুন ফটোশুটে। সম্প্রতি তিনি ফেসবুকে কমলা রঙের পোশাকে নিজের একটি গ্ল্যামারাস ফটোর সেট প্রকাশ করেন, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটিজেনদের মাঝে।

প্রকাশিত ছবিতে ফারিনকে দেখা যায় কমলা রঙের একটি আকর্ষণীয় অফ-শোল্ডার স্লিট গাউনে। আত্মবিশ্বাসী ভঙ্গিতে তোলা এসব ছবির ক্যাপশনে তিনি শুধু তিনটি কমলার ইমোজি ব্যবহার করেন, যা তার পোশাকের রঙের সঙ্গে পুরোপুরি মানানসই।

ছবি প্রকাশের পরই মন্তব্য বিভাগে শুরু হয় প্রশংসার ঢল। অনেকেই ফারিনের গ্ল্যামারাস লুক দেখে তাকে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির সঙ্গে তুলনা করেছেন। একজন মন্তব্য করেন—ফারিন যেন ‘দেশি নোরা ফাতেহি’। অন্য একজন লিখেছেন, ‘গর্জিয়াস’, আর আরেক ভক্ত বলেন, ‘আপনার হাসি সত্যিই খুব সুন্দর।’

২০১৭ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ধৎ তেরি কি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ফারিন খানের। এরপর শাকিব খানের সঙ্গে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। সামাজিক মাধ্যমে নিয়মিত গ্ল্যামারাস উপস্থিতি তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিচ্ছে।