ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার স্বজনরা।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, বাড়িতে কেউ না থাকায় দুর্বৃত্তরা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করায় দীর্ঘ সময় ধরে বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগেই চুরির ঘটনা ঘটে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার আহত হওয়ার খবর পেয়ে পরিবারের সদস্যরা সেদিনই ঢাকায় রওনা দেন।
