প্রায় সাড়ে ১২ ঘণ্টার দীর্ঘ যাত্রার পর কলকাতায় পৌঁছেছেন ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি। কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্যে বিমানবন্দর থেকে তাকে হোটেলে পৌঁছে দেওয়া হয়। হোটেলে প্রবেশ করতেই মেসির সঙ্গে দেখা হয় বলিউড বাদশাহ শাহরুখ খানের।
শাহরুখ খানকে দেখে হাসিমুখে হাত বাড়িয়ে দেন মেসি। তার সঙ্গে ছিলেন জাতীয় দল ও ক্লাব সতীর্থ রদ্রিগো ডি পল এবং উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ।
হোটেলে উপস্থিত ছিলেন শাহরুখ খানের ছেলে আব্রাহাম খান, আয়োজক শতদ্রু দত্ত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।
জানা গেছে, ভারতীয় সময় শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ২টা ২৬ মিনিটে কলকাতায় নামেন মেসি। বিমানবন্দরের ১ নম্বর গেট থেকে বের হন রাত ৩টা ২২ মিনিটে।
মেসি বের হওয়া মাত্রই সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা যায়। ভারত ও আর্জেন্টিনার পতাকা হাতে সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার আগমনকে উদযাপন করেন।
