সুয়ারেজ ও ডি পলকে নিয়ে কলকাতায় মেসি, শাহরুখের সঙ্গে দেখা যাবে একই মঞ্চে

সুয়ারেজ ও ডি পলকে নিয়ে কলকাতায় মেসি, শাহরুখের সঙ্গে দেখা যাবে একই মঞ্চে

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি কলকাতায় পৌঁছেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোররাতে একটি বিশেষ ফ্লাইটে ভারতে পা রাখেন তিনি। মেসির সঙ্গে সফরসঙ্গী হিসেবে কলকাতায় এসেছেন তার ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল।

জানা গেছে, রাত প্রায় আড়াইটার দিকে মেসিকে বহনকারী ফ্লাইটটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ প্রায় ১৪ বছর পর ভারতে আসায় বিমানবন্দরে তাকে একনজর দেখতে ভক্তদের ছিল উপচে পড়া ভিড়।

নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হোটেলে স্পনসরদের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে মেসির। এরপর সকাল ১০টার দিকে তিনি যুব ভারতী ক্রীড়াঙ্গনে যাওয়ার কথা রয়েছে।

সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত ‘গোট কনসার্ট’-এ অংশ নেওয়ার পাশাপাশি মোহনবাগান মেসি অল স্টার বনাম ডায়মন্ড হারবার মেসি অল স্টার ম্যাচ উপভোগ করার কথা রয়েছে তার।

একই দিনে লেক টাউনে লিওনেল মেসির একটি স্ট্যাচু উদ্বোধনের কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তিনি হোটেল থেকেই ভার্চুয়ালি এর উদ্বোধন করবেন বলে জানা গেছে।

এদিকে, শুক্রবার রাতে কলকাতায় পৌঁছেছেন বলিউড তারকা শাহরুখ খানও। এই সফরে প্রথমবারের মতো একই মঞ্চে দেখা যেতে পারে লিওনেল মেসি ও শাহরুখ খানকে, যা নিয়ে ভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা দিয়েছে।