পাপারাজ্জিদের সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সম্পর্ক যে বরাবরই টানাপোড়েনের, তা নতুন করে আলোচনার বিষয় নয়। ক্যামেরাবন্দি হওয়া অপছন্দ করেন জয়া বচ্চন, আর সাম্প্রতিক এক মন্তব্যে তিনি স্পষ্ট ভাষায় জানান, পাপারাজ্জিদের তিনি সাংবাদিক হিসেবে মানতে রাজি নন। এমনকি তাদের শিক্ষা ও পোশাক নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
জয়ার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই বলিউডে শুরু হয় তীব্র বিতর্ক। অনেক তারকাই এ বিষয়ে প্রকাশ্যে ভিন্নমত জানাচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী হুমা কুরেশি।
সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে হুমা কুরেশি বলেন, পাপারাজ্জিদের নিয়ে এমন মন্তব্যকে তিনি পুরোপুরি সমর্থন করেন না। তার মতে, বহু সময় তারকারাই নিজেদের প্রচারের জন্য পাপারাজ্জিদের ব্যবহার করেন। তাই এই সম্পর্ক একতরফা নয়, বরং উভয়ের মধ্যে একটি সূক্ষ সম্পর্ক বিদ্যমান।
হুমা আরও বলেন, অনেক ক্ষেত্রেই তারকারা নিজেরাই আলাদাভাবে পাপারাজ্জিদের ডাকেন। ফলে পাপারাজ্জিদের পুরোপুরি দোষী সাব্যস্ত করা ঠিক হবে না। তার মতে, তারকাদের ক্যারিয়ার গঠনে পাপারাজ্জিদেরও একটি ভূমিকা রয়েছে।
তবে একই সঙ্গে পাপারাজ্জিদের নেতিবাচক আচরণের কথাও স্বীকার করেন হুমা কুরেশি। তিনি বলেন, কিছু ক্ষেত্রে তারা সীমা অতিক্রম করেন এবং ব্যক্তিগত মুহূর্তে অনধিকার প্রবেশ করেন। এমনকি কখনো কখনো এমন অ্যাঙ্গেলে ছবি তোলা হয়, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। একজন অভিনেত্রী হিসেবে তাকে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি একাধিকবার হতে হয়েছে বলেও জানান তিনি।
সব মিলিয়ে জয়া বচ্চনের মন্তব্যকে কেন্দ্র করে বলিউডে পাপারাজ্জি ও তারকাদের সম্পর্ক নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, হুমা কুরেশির বক্তব্য তাতে নতুন মাত্রা যোগ করল।
