২ বছরের অপেক্ষার অবসান, উচ্ছ্বসিত ফারিয়া শাহরিন

২ বছরের অপেক্ষার অবসান, উচ্ছ্বসিত ফারিয়া শাহরিন

বিনোদন

দীর্ঘ অভিনয় ক্যারিয়ার থাকলেও জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অন্তরা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নেন ফারিয়া শাহরিন। তবে ধারাবাহিকটির পঞ্চম সিজন প্রচারিত হলেও সেখানে তাকে দেখা না যাওয়ায় দর্শকদের মধ্যে তৈরি হয় ব্যাপক কৌতূহল ও প্রশ্ন।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। ‘ব্যাচেলর পয়েন্ট’ চ্যাপ্টার সিক্সে আবারও পর্দায় ফিরেছেন ফারিয়া শাহরিন। প্রায় দুই বছর পর জনপ্রিয় এই ধারাবাহিকটিতে ফিরতে পেরে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী।

ফারিয়া শাহরিন গণমাধ্যমকে জানান, “প্রায় দুই বছর ধরে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফেরার অপেক্ষায় ছিলাম। এই সিরিয়ালের বাইরে অন্য কোনো কাজ করিনি। নিজেকে প্রস্তুত করেছি, ওজন কমিয়েছি। চ্যাপ্টার ৬-এ নিজেকে দেখে ভীষণ শান্তি লাগছে। আশা করি, দর্শক আমার কামব্যাক দেখে খুশি হবে।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই দর্শকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। অভিনেত্রীর ভাষায়, “আমার কমেন্ট বক্সে সব সময় একটাই প্রশ্ন আসত—আমি কেন সিজন ৫-এ নেই? উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। অবশেষে চ্যাপ্টার ৬-এ একসঙ্গে সব প্রশ্নের জবাব দিতে পারলাম।”

কাজল আরেফিন অমি পরিচালিত এই জনপ্রিয় ধারাবাহিকে ফারিয়া শাহরিন ছাড়াও অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, অর্চিতা স্পর্শিয়া, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

দর্শকদের প্রত্যাশা, চ্যাপ্টার সিক্সে অন্তরা চরিত্রের প্রত্যাবর্তনে ‘ব্যাচেলর পয়েন্ট’ আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে।