ডাকসু ভিপি সাদিক কায়েম সোমবার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিনদফা দাবি পূরণ না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করা হবে।
সাদিক কায়েম সাংবাদিকদের বলেন, “দাবি পূরণে অনতিবিলম্বে পদক্ষেপ না নিলে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন না দেখালে উপদেষ্টাদের পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।” এই সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পাশে দাঁড়িয়ে ছিলেন, যিনি কিছুটা বিব্রত চেহারা দেখিয়েছিলেন।
তিনি তিনটি প্রধান দাবি উত্থাপন করেন:
১. ওসমান হাদির ওপর হামলার দায়ীদের গ্রেফতার: সাদিক কায়েম বলেন, হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সবাইকে দ্রুত গ্রেফতার করতে হবে। গোয়েন্দা সংস্থা ও রাষ্ট্রের সংশ্লিষ্ট অর্গানদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং গাফিলতির প্রমাণিত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে। পাশাপাশি, হাদির হত্যার সমর্থক ও কালচারাল ফ্যাসিস্টদের সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে।
২. নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান: ৪৮ ঘণ্টার মধ্যে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত দলের সকল স্তরের সন্ত্রাসীকে গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। সরকারের অবহেলা আর সহ্য করা হবে না।
৩. ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা: সাদিক কায়েম আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা হবে এবং অভিযুক্তরা ফেরত না পাওয়া পর্যন্ত স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা যাবে না।
ডাকসু ভিপি আরও সতর্ক করে বলেন, “এই দাবিগুলো বাস্তবায়নে অনতিবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নেয়া আবশ্যক।”
