নেইমার সান্তোসে থাকছেন ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত, ছয় মাসের নতুন চুক্তিতে সমঝোতা

নেইমার সান্তোসে থাকছেন ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত, ছয় মাসের নতুন চুক্তিতে সমঝোতা

খেলাধুলা

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার সান্তোস ক্লাবের সঙ্গে চুক্তি নবায়নে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছেন। ক্রীড়া গণমাধ্যমের খবর অনুযায়ী, এটি অর্থাৎ নেইমার ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ পর্যন্ত তার শৈশবের ক্লাবে থাকার সম্ভাবনা জোরালো করেছে।

৩৩ বছর বয়সী ফরোয়ার্ড চলতি বছরের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে সান্তোসে ফেরেন। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও, ফের নিয়মিত খেলা শুরু করেন। চলতি মাসের শেষে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।

ইএসপিএন জানিয়েছে, নেইমার ও সান্তোস এখন ‘অগ্রসর পর্যায়ের’ আলোচনায় রয়েছেন এবং শিগগিরই ছয় মাসের নতুন চুক্তিতে সই হতে পারে। অন্য ক্লাবের আগ্রহ থাকা সত্ত্বেও—including লিওনেল মেসির ইন্টার মায়ামি—নেইমার সান্তোসেই থাকতে চান। গত মৌসুমে তার অবদানে সান্তোস শীর্ষ লিগে টিকে থাকে। চলতি বছরে ক্লাবের হয়ে ৩০ ম্যাচে ১২ গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন তিনি।

তবে নেইমারের হাঁটুর চোট কিছুটা উদ্বেগের বিষয়। মৌসুমের শেষ দিকে ব্যথা নিয়ে খেলেছেন এবং শিগগিরই হাঁটুর অস্ত্রোপচার প্রয়োজন, যার কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হবে। বর্তমানে মৌসুম শেষ হওয়ায় তিনি ছুটিতে আছেন। নতুন মৌসুম শুরু হবে জানুয়ারির শেষ দিকে।

জাতীয় দলে ফেরাই নেইমারের বড় লক্ষ্য। প্রায় দুই বছর ধরে ব্রাজিল দলে নেই তিনি, তবে ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন স্পষ্টভাবে জানিয়েছেন। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও তাকে পুরোপুরি বাদ দিচ্ছেন না। তবে ফর্ম ও ফিটনেসই চূড়ান্ত মানদণ্ড হবে।

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড। ষষ্ঠবারের বিশ্বকাপ জয় নিয়ে সেলেসাও দলের লক্ষ্য, এবং সেই স্বপ্নে নেইমারের অবদান নির্ভর করছে তার পারফরম্যান্স ও ফিটনেসের উপর।