কোটি টাকা কর ফাঁকির অভিযোগ, বিপাকে অঙ্কিতা-ভিকি!

কোটি টাকা কর ফাঁকির অভিযোগ, বিপাকে অঙ্কিতা-ভিকি!

বিনোদন

সুশান্ত সিং রাজপুতের সাবেক প্রেমিকা, ভারতীয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের স্বামী ভিকি জৈনের পৈতৃক ব্যবসায়িক গোষ্ঠীর বিরুদ্ধে কোটি কোটি টাকার কর ফাঁকির অভিযোগে চত্তিশগড় রাজ্য জিএসটি বিভাগের তল্লাশি অভিযান চালানো হয়েছে।

সূত্রের খবর, ১২ ডিসেম্বর সকাল থেকে রায়পুর থেকে আসা বিশেষ জিএসটি এনফোর্সমেন্ট টিম বিলাসপুরে জৈন পরিবারের একাধিক বাণিজ্যিক ও আবাসিক ঠিকানায় অভিযান চালায়। অফিস, কারখানা ও বাসভবন মিলিয়ে মোট ১১টি স্থানে তল্লাশি চলে।

প্রাথমিক তদন্তে ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) ব্যবস্থায় গুরুতর অসঙ্গতির অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে কয়লা কেনাবেচা ও কয়লা মিশ্রণের লেনদেন সংক্রান্ত নথিতে বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে। দীর্ঘদিন ধরে কর হিসাবের নিয়ম ভাঙারও প্রমাণ মেলেছে।

এই অভিযানের ফলশ্রুতিতে তিনটি বড় কয়লা ব্যবসায়ী গোষ্ঠীকে বিপুল অঙ্কের কর ও জরিমানা দিতে বাধ্য করা হয়েছে। ভিকি জৈনের পরিবারের সংস্থা ‘মহাবীর কোল ওয়াশারি’ প্রাথমিকভাবে প্রায় ১০ কোটি টাকা জমা দিয়েছে। এছাড়া দুটি সংস্থা যথাক্রমে ১১ কোটি ও ৬.৫ কোটি টাকা জমা দেয়। মোট অঙ্ক দাঁড়িয়েছে ২৭.৫ কোটি টাকার বেশি।

বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, এত বড় অঙ্কের কর জমা দেওয়াই প্রমাণ করে অভিযোগ ভিত্তিহীন ছিল না। তবে এখনো পর্যন্ত ভিকি জৈনের পরিবার বা সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

এ ঘটনার সঙ্গে মিল রয়েছে অঙ্কিতা লোখান্ড ও ভিকি জৈনের বিবাহবার্ষিকী উদযাপনের সময়ে। সাম্প্রতিক সময়ে বিলাসবহুল জীবনযাপন ও জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এ তাঁদের উপস্থিতি বহু মানুষের নজর কেড়েছে। এ কারণে পরিবারের ব্যবসা নিয়ে ওঠা আর্থিক অভিযোগ আরও বেশি চাঞ্চল্য সৃষ্টি করেছে।