সেই দৃশ্যটি করার পর ভীষণ লজ্জা পেয়েছিলাম: মাধুরী

সেই দৃশ্যটি করার পর ভীষণ লজ্জা পেয়েছিলাম: মাধুরী

বিনোদন

নব্বইয়ের দশকের বলিউড কুইন মাধুরী দীক্ষিত দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তবে তার সাফল্যের পথে এক কালচে দাগ হয়ে আছে ফিরোজ খান পরিচালিত ১৯৮৮ সালের ‘দয়াবান’ সিনেমার একটি অন্তরঙ্গ দৃশ্য। সম্প্রতি ‘রেডিও নেশা’র সাক্ষাৎকারে মাধুরী সেই স্মৃতি পুনঃরায় রোমন্থন করেছেন।

তিনি বলেন, সিনেমাটির ‘আজ ফির তুমপে পেয়ার আয়া হ্যায়’ গানটির শুটিংয়ের সময় তিনি ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন, আর বিনোদ খান্না তখন প্রতিষ্ঠিত মহাতারকা। অন্তরঙ্গ সেই দৃশ্যের শুটিংয়ের সময় মাধুরী ভীষণ লজ্জা ও অস্বস্তিতে পড়েছিলেন। শুটিং চলাকালীন বিনোদ খান্না পরিচালক ‘কাট’ বলার পরও থামেননি এবং এমনকি মাধুরীর ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছিলেন, যার ফলে রক্তপাতের ঘটনাও ঘটে।

মাধুরী জানান, সেই দৃশ্যের পর তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। পরবর্তীতে বিনোদ খান্না তার আচরণের জন্য ক্ষমা চেয়েছিলেন এবং পরিচালক ফিরোজ খানও স্বীকার করেছিলেন যে মাধুরীর সঙ্গে এমন দৃশ্য করা ঠিক হয়নি।

মাধুরী আরও জানান, সেই অভিজ্ঞতা থেকে তিনি নিজের জন্য সীমারেখা টেনেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন ভবিষ্যতে আর এমন দৃশ্যে অভিনয় করবেন না। এরপর থেকে মাধুরী আর কখনোই বিনোদ খান্নার সঙ্গে কোনো সিনেমায় জুটি বাঁধেননি।