বলিউড পরিচালক বিক্রম ভাট ও স্ত্রী শ্বেতাম্বরী গ্রে'ফ'তা'র

বলিউড পরিচালক বিক্রম ভাট ও স্ত্রী শ্বেতাম্বরী গ্রে’ফ’তা’র

বিনোদন

জালিয়াতি মামলায় বলিউড পরিচালক বিক্রম ভাট এবং তার স্ত্রী শ্বেতাম্বরীকে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রায় ৩০ কোটি টাকার প্রতারণা মামলায় তাদের পুলিশ হেফাজতে রাখা হয়।

চিকিৎসাজনিত কারণে অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে আদালত সাত দিনের পুলিশ হেফাজতের পরে তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ৭ ডিসেম্বর মুম্বাই থেকে গ্রেফতার করা হয় দম্পতিকে। পরদিন গভীর রাতে উদয়পুরে আদালতে পেশ করা হয় এবং আদালত তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

মামলায় বিক্রম ভাট ও শ্বেতাম্বরীর পাশাপাশি আরও ছয় জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা উদয়পুরের চিকিৎসক ডা. অজয় মুর্দিয়াকে প্রায় ৩০ কোটি টাকা প্রতারণা করেছেন। ডা. মুর্দিয়া ইন্দিরা গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা।

পুলিশ জানায়, ডা. মুর্দিয়ার প্রয়াত স্ত্রীর জীবনবৃত্তান্ত নিয়ে একটি বায়োপিক তৈরির পরিকল্পনা করা হয়েছিল। অভিযুক্তরা ছবির মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা আয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা বাস্তবে পূরণ হয়নি। প্রতারিত হয়ে ডা. মুর্দিয়া উদয়পুরের ভোপালপুরা থানায় অভিযোগ দায়ের করেন।