মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনার পরও অনুষ্ঠান শুরু করলেন নোরা ফাতেহি

মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনার পরও অনুষ্ঠান শুরু করলেন নোরা ফাতেহি

বিনোদন

মুম্বাইয়ের একটি জনবহুল রাস্তায় নোরা ফাতেহির গাড়িতে আচমকা ধাক্কা দেন একটি বেসামাল গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অন্য দিক থেকে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নোরা ফাতেহির গাড়িতে আঘাত করে।

দুর্ঘটনার পরপরই নোরা দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা মাথার চোট নিয়ে কোনো ঝুঁকি নিতে না চেয়ে সঙ্গে সঙ্গে সিটি স্ক্যান করেন। রিপোর্টে আশ্বাস পাওয়া গেছে—মাথায় বড় ধরনের আঘাত বা মস্তিষ্কে রক্তক্ষরণের কোনো লক্ষণ নেই। তবুও, চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

তারপরও নোরা ফাতেহি পরিস্থিতির কাছে হার মানেননি। চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে তিনি হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে ওঠেন। গাড়িতে ছিলেন মার্কিন সংগীতশিল্পী ডেভিড গুয়েটা, যাদের উদ্দেশ্য ছিল জনপ্রিয় সানবার্ন ফেস্টিভ্যালে অংশগ্রহণ।

মাথার যন্ত্রণা সত্ত্বেও নোরা ফাতেহি ডেভিড গুয়েটার সঙ্গে গাড়িতে উঠেন এবং নির্ধারিত গন্তব্যে পৌঁছে অনুষ্ঠানে যোগ দেন। এই পেশাদারিত্ব ও দৃঢ় মনোবল ভক্তদের মধ্যে প্রশংসার ঝড় তুলেছে।