জ্যোতির্ময়ী কুণ্ডু বড়পর্দায় অভিষেক করলেন ‘প্রজাপতি ২’-এ দেবের বিপরীতে

জ্যোতির্ময়ী কুণ্ডু বড়পর্দায় অভিষেক করলেন ‘প্রজাপতি ২’-এ দেবের বিপরীতে

বিনোদন

বর্ধমানের ছোট্ট শহর থেকে কলকাতায় আসা জ্যোতির্ময়ী কুণ্ডুর পথ সহজ ছিল না। মডেলিং দিয়ে শুরু করা তার কেরিয়ার টেলিভিশন ধারাবাহিকে জায়গা করে দেয়। ছোটপর্দায় তাকে প্রথম দেখা যায় ‘বধূঁয়া’ ধারাবাহিকে।

তার উজ্জ্বল চোখ ও ছিপছিপে গড়ন মুহূর্তেই দর্শকের নজর কাড়ে। ধারাবাহিকে অভিনয়ের পরেই বড়পর্দায় কাজের সুযোগ আসে। দেবের নজরে আসার পর তিনি নতুন সিনেমার নায়িকা হিসেবে ‘প্রজাপতি ২’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন।

জ্যোতির্ময়ী জানিয়েছেন, ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করাই তার অভিনয় জীবনের শুরু। সেই ছবিই তাকে প্রথম ফটোশুটের সুযোগ এনে দেয়। মা-বাবা জানতেন না, কিন্তু তাদের সমর্থন পেয়েই তিনি প্রতিদিন বর্ধমান থেকে কলকাতায় যাতায়াত করতেন।

অভিনয়ে প্রথমবার কাজ করতে গিয়ে তিনি কখনো ভাবতে পারেননি যে, দেব ও মিঠুন চক্রবর্তীর মতো বর্ষীয়ান তারকাদের সঙ্গে কাজ করবেন। জ্যোতির্ময়ী বলেন, শুটিং চলাকালীন বুঝতেই পারিনি এত বড় তারকার সঙ্গে কাজ করছি, যা তাকে অভিনয় করতে সহজ করেছে।

ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে জ্যোতির্ময়ী বলেন, “ছোটপর্দায় ফের দেখা যাবে কি না, তা এখনও চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। আপাতত ২৫ ডিসেম্বরের দিকে তাকিয়ে আছি।” সিনেমাপ্রেমীরা ইতোমধ্যেই তাকে বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন।