মস্কোতে গাড়ি বো'মা হা'ম'লা'য় রাশিয়ার শীর্ষ সেনা কর্মকর্তা নি'হ'ত

মস্কোতে গাড়ি বো’মা হা’ম’লা’য় রাশিয়ার শীর্ষ সেনা কর্মকর্তা নি’হ’ত

আন্তর্জাতিক

রাশিয়ার রাজধানী মস্কোয় সোমবার (২২ ডিসেম্বর) একটি গাড়ি বোমা বিস্ফোরণে রুশ সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ার তদন্ত কমিটির বরাত দিয়ে জানা গেছে, স্থানীয় সময় সকালে একটি গাড়ির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়, যার ফলে সারভারভ নিহত হন। তাঁর বয়স ছিল ৫৬ বছর। সারভারভ ছিলেন রাশিয়ার অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই হামলার সঙ্গে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার কোনো সম্পর্ক থাকতে পারে। তবে ইউক্রেন এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

উল্লেখযোগ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কোতে একের পর এক রুশ সেনা কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে। চলতি বছরের এপ্রিলে গাড়ি বোমা হামলায় নিহত হন জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে স্কুটারে পুঁতে রাখা বিস্ফোরণে প্রাণ হারান জেনারেল ইগর কিরিলভ।

যদিও কিছু সূত্রের দাবি, কিরিলভ হত্যাকাণ্ডে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জড়িত ছিল, তবে আনুষ্ঠানিকভাবে এমন কোনো হামলার দায় ইউক্রেন স্বীকার করেনি।