এক সপ্তাহে ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে ১৩শ ড্রোন এবং ১২শ’র বেশি মিসাইল ছুঁড়েছে রুশ সেনারা। বিবৃতিতে ক্রেমলিন জানায়, গোপন ঘাঁটি এবং অস্ত্রাগার লক্ষ্য করে চালানো হয় এসব হামলা।
রুশ সেনাদের বিরুদ্ধে ক্রাসোন্দার এলাকায় অন্তত ৫০ ইউক্রেনীয়কে জিম্মি করার অভিযোগ উঠেছে। যুদ্ধক্ষেত্রে যখন চলছে প্রাণপণ লড়াই তখন আলোচনার টেবিলে বিবাদমান পক্ষগুলোর প্রতিনিধিরা।
যুক্তরাষ্ট্রের মিয়ামিতে মার্কিন প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন রুশ প্রতিনিধি কিরিল দিমিত্রিভ। আলোচনা ইতিবাচক হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, যুদ্ধ ও আলোচনার মধ্যেই ইউরোপ এবং এশীয় অঞ্চলের দেশগুলোকে সাথে নিয়ে নতুন অর্থনৈতিক পরিকল্পনা নেয়া হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইইসি’র বৈঠকে দেয়া ভাষণে পশ্চিমকে ঠেকাতে আঞ্চলিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান পুতিন।
অন্যদিকে, মার্কিন প্রতিনিধি কারেল উইটকফ জানিয়েছেন শান্তি আলোচনায় শিগগিরই ইতিবাচক ফলাফল আসতে পারে।
