বিয়ে শেষে নববধূসহ বরযাত্রী নিয়ে নৌকাযোগে বাড়ি ফেরার পথে যমুনা নদীর মাঝপথে ঘন কুয়াশায় দিক হারিয়ে সারা রাত আটকে ছিল একটি বরযাত্রীবাহী নৌকা। পরে অন্য একটি নৌকার সহায়তায় শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নিরাপদে ঘাটের দিকে রওনা হয় নৌকাটি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাট থেকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জমথল ঘাটের উদ্দেশ্যে নৌকাটি যাত্রা শুরু করে। যমুনা নদীর মাঝামাঝি পৌঁছানোর পর হঠাৎ চারদিক ঘন কুয়াশায় ঢেকে যায়। এতে নৌকার চালক দিক নির্ণয় করতে না পেরে নৌকাটি নদীর মাঝেই থামিয়ে রাখতে বাধ্য হন।
আটকে পড়া বরযাত্রীরা সবাই জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাতাপাড়া এলাকার বাসিন্দা। জানা গেছে, তাতাপাড়া এলাকার সানোয়ার হোসেনের ছেলে নিলয় হাসান ছানি (২০)-এর বিয়ে উপলক্ষে শুক্রবার সকালে ৪৭ জন বরযাত্রী বগুড়া শহরের সাবগ্রাম চারমাথা এলাকায় যান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কনেসহ সবাই সন্ধ্যায় সড়কপথে সারিয়াকান্দির কালীতলা ঘাটে পৌঁছান এবং সেখান থেকে নৌকাযোগে বাড়ি ফেরার পথে এ বিপত্তি ঘটে।
ঘন কুয়াশার কারণে বরযাত্রীরা মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করলেও রাতের আঁধার ও কুয়াশার কারণে তাৎক্ষণিক কোনো সহায়তা পাওয়া যায়নি। ফলে নবদম্পতিসহ সবাই সারা রাত নৌকার মধ্যেই অবস্থান করতে বাধ্য হন।
বর নিলয় হাসান ছানি জানান, যমুনায় হঠাৎ ঘন কুয়াশা নেমে এলে দিক হারিয়ে ফেলেন তারা। সারা রাত নদীর মাঝেই আটকে থাকতে হয়। শনিবার সকালে পাশ দিয়ে যাওয়া একটি নৌকার সহায়তায় আবার জমথল ঘাটের দিকে যাত্রা শুরু করা সম্ভব হয়।
