“রাশেদ খাঁন গণঅধিকার ছাড়ছেন, বিএনপিতে যোগ দেবেন”

“রাশেদ খাঁন গণঅধিকার ছাড়ছেন, বিএনপিতে যোগ দেবেন”

রাজনীতি

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন শিগগিরই দল থেকে পদত্যাগ করতে যাচ্ছেন এবং বিএনপিতে যোগ দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

নুরুল হক নুর জানান, রাশেদ খাঁনের পদত্যাগ এবং বিএনপিতে যোগদান কৌশলগত কারণে নেওয়া হয়েছে। তিনি বলেন, “যুগপৎ আন্দোলনের শরীকদের মধ্যে অনেকেই নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করছেন। আমরা একসাথে সরকার-ও করেছি এবং আন্দোলন করেছি। গণঅভ্যুত্থান পরবর্তী দেড় বছরে সবাই একই স্ট্যান্ডে কাজ করেছে। সেই হিসেবে রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ আসনে নির্বাচন করছেন, সেখানে জয়লাভের কৌশলের জন্য তাকে অনুমতি দেওয়া হয়েছে। তিনি শিগগিরই পদত্যাগ করবেন এবং একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হবে।”

প্রসঙ্গত, রাশেদ খাঁন আগে ঝিনাইদহ-২ আসন থেকে ভোট দেওয়ার কথা জানিয়েছিলেন এবং সেখানে প্রচার-গণসংযোগও করেছেন। কিন্তু শেষ মুহূর্তে সমীকরণ বদল হয়ে, গণঅধিকার পরিষদের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে ঝিনাইদহ-৪ আসনে তাকে বিএনপি সমর্থন দিয়েছে।

ঝিনাইদহ-২ আসনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ দলীয় মনোনয়ন পেয়েছেন।