দেশীয় চলচ্চিত্রের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত আবারও নেটিজেনদের নজর কাড়ছেন। রূপালি পর্দায় অভিনয় ছাড়াও ব্যক্তিগত জীবন এবং সরাসরি মন্তব্যের কারণে তিনি প্রায়ই শিরোনামে থাকেন।
সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে মিষ্টি লিখেছেন, “যা আমার অনেক সাধনা এবং কষ্ট করে অর্জিত, তা নিয়ে কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় দেওয়া হবে না। মানুষ যদি জাল বিছায়, তবে নিজেকেই সেই জালে আটকা পড়তে হয়। রিল্যাক্স।”
মিষ্টির এই রহস্যময় পোস্ট দ্রুত ভাইরাল হয়েছে। তিনি ঠিক কাকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন তা স্পষ্ট না হলেও ভক্ত ও নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। পোস্টের নিচে অনেকেই তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “একদম ঠিক বলেছেন।” আরেকজন মন্তব্য করেছেন, “এত সাহস কার হলো? আমরা আছি তোমার সাথে।”
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হওয়া মিষ্টি জান্নাত বর্তমানে অভিনয়ের পাশাপাশি দন্তচিকিৎসক হিসেবেও পরিচিত। তবে তার সরাসরি ও তীক্ষ্ণ মন্তব্য প্রায়শই বিনোদন জগতে বিতর্কের জন্ম দেয়। এবার তার ‘ভদ্রতার মূল্য নেই’ মন্তব্য কী ইঙ্গিত বহন করে, তা নিয়েও চলছে তুমুল আলোচনা।
