ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়সীমা আজ রোববার (২৯ ডিসেম্বর) শেষ হচ্ছে। শেষ দিনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নানা রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, এ পর্যন্ত সারাদেশে প্রায় ৩ হাজার প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থীরা নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাদের প্রস্তাবক ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থী ও তাদের সমর্থকরা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার ব্যক্ত করেন।
ইসি কর্মকর্তারা আরও জানান, ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ওই সময়ের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কোনো আসনে একই দল থেকে একাধিক প্রার্থী মনোনয়ন দাখিল করলে, নির্ধারিত সময়ের মধ্যেই দলীয়ভাবে একজনকে চূড়ান্ত করা হবে।
