দেশকে অস্থির করতে ষড়যন্ত্র চলছে: সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

দেশকে অস্থির করতে ষড়যন্ত্র চলছে: সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ বর্তমানে এক গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল অতিক্রম করছে। নানামুখী বক্তব্য, বিভ্রান্তি সৃষ্টি ও আন্দোলনের প্রেক্ষাপটে দেশকে অস্থির করে তোলার জন্য পেছন থেকে একটি মহল ষড়যন্ত্র করছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ অবস্থায় সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ে মানবকল্যাণ পরিষদ আয়োজিত আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন এবং আলেম-ওলামাদের কাছে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ছয় বছর কারাভোগের পর মুক্ত হয়েছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানান তিনি। একইসঙ্গে তিনি বলেন, “এটি আমার শেষ নির্বাচন। আপনাদের সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা ব্যাহত করার চেষ্টা হচ্ছে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যেন কেউ গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে না পারে।

তিনি আরও বলেন, বিএনপিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়। তবে বিএনপি সবসময় এ দেশের ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি রক্ষায় ভূমিকা রেখে এসেছে। “বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান। কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করা হবে না”—এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।