অভিনেত্রী মালাইকা অরোরা আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর থেকেই ব্যক্তিগত জীবন ঘিরে নানা জল্পনা চলছিল। অবশেষে দ্বিতীয় বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মালাইকা।
মালাইকা ও আরবাজের বিচ্ছেদ হয় ২০১৬ সালে। তাঁদের একমাত্র পুত্র আরহান, বর্তমানে ২২ বছর বয়সী। বিচ্ছেদ হলেও সন্তানকে নিয়ে দুজনই এখনো একসঙ্গে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছেন, সম্পর্ক সবসময় পরিকল্পনা অনুযায়ী এগোয় না। বিচ্ছেদের পর সমাজ ও পরিবারের নানা প্রশ্নের মুখে পড়েও নিজের সিদ্ধান্ত নিয়ে কোনো আফসোস নেই তাঁর।
মালাইকার কথায়, “আমরা দুজনেই সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম। সমস্যা মিটিয়ে ফের একসঙ্গে পথ চলার কথাও ভেবেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত বুঝলাম, এই সম্পর্ক আর টেকসই নয়।” তিনি আরও বলেছেন, “অন্যকে খুশি করার আগে নিজেকে খুশি রাখা দরকার। আমি নিজেই তো সেই বিয়েতে সুখী ছিলাম না।”
এই সিদ্ধান্তের পর অনেকেই তাঁকে স্বার্থপর বললেও, মালাইকা সেসব মন্তব্যে গুরুত্ব দেননি। তার কাছে নিজের মানসিক শান্তি ও ভালো থাকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।
দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে স্পষ্ট করে মালাইকা বলেন, তিনি বিয়ের বিরোধী নন, তবে আপাতত বিয়ে তাঁর জন্য নয়। তিনি বলেন, “নিজের জীবন নিয়ে আমি ভালো আছি। যদি কখনো আবার বিয়ে হয়, তখন ভেবে দেখা যাবে।”
