বাবাকে নিয়ে হাসপাতালে শ্রদ্ধা, হঠাৎ কী হলো বর্ষীয়ান অভিনেতার?

বাবাকে নিয়ে হাসপাতালে শ্রদ্ধা, হঠাৎ কী হলো বর্ষীয়ান অভিনেতার?

বিনোদন

হঠাৎই বলিউড অভিনেতা শক্তি কাপুরকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে দেখা গেছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া মুহূর্তটি ঘিরেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

হাসপাতালের বাইরে শ্রদ্ধা ও ৭৩ বছর বয়সী শক্তি কাপুর দু’জনকেই দেখা যায় মুখে মাস্ক পরে বেরোতে। ছবি ও ভিডিও তুলতে এগিয়ে আসেন পাপারাজ্জিরা।

বাবাকে নিয়ে ব্যস্ত শ্রদ্ধা সঙ্গে সঙ্গে অনুরোধ করেন, “ভিডিও করবেন না।” এই আচরণ থেকেই জল্পনা আরও বেড়ে যায়।

যদিও শক্তি কাপুর বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, ঘনিষ্ঠ সূত্রের দাবি, এটি কোনও গুরুতর সমস্যা নয়। মূলত রুটিন চেকআপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন তারা।

তবে অনেকে প্রশ্ন করছেন, ২০২৫ সালের নভেম্বরে লক্ষ্মণ উতেকার পরিচালিত ‘ইথা’ ছবির শুটিং চলাকালীন শ্রদ্ধা গুরুতরভাবে আহত হয়েছিলেন। বাঁ পায়ের পাতায় মারাত্মক আঘাত লেগে পা ভেঙে যায়। সেই ঘটনায় অনেক দিন তিনি প্রকাশ্যে দেখা যাননি।

ফলে, এইদিন হাসপাতালের উপস্থিতি নিয়েও অনুরাগীদের কৌতূহল তৈরি হয়েছে যে, তিনি নিজেও চিকিৎসার জন্য গিয়েছিলেন কি না।

উল্লেখ্য, আগামী দিনে ‘ইথা’ ছবিতে শ্রদ্ধাকে দেখা যাবে ‘ভিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকার’ চরিত্রে। আপাতত হাসপাতালের সেই উপস্থিতি ঘিরে উদ্বেগ থাকলেও, ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, সব ঠিকঠাকই আছে।