সৌকর্য ঘোষাল পরিচালিত ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত বহুল আলোচিত ছবি ‘OCD’ আগামী ৬ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সম্প্রতি ছবিটির পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
পোস্টার শেয়ার করে এক দর্শক লিখেছেন, “মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হলো। এবার দেখতে হবে, এই সিনেমাটা মুক্তি পায় কি না।” যদিও এখন পর্যন্ত ‘OCD’ মুক্তি নিয়ে ভারতে কোনো আনুষ্ঠানিক জটিলতার কথা জানা যায়নি।
‘OCD’ ছবিটি শিশু নির্যাতনের মতো একটি সংবেদনশীল ও দীর্ঘদিন উপেক্ষিত সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত। পরিচালক সৌকর্য ঘোষাল জানিয়েছেন, এই সিনেমাটি তাঁর কাছে একটি প্রতিবাদমূলক কাজ।
তিনি বলেন, বহু ক্ষেত্রে দেখা যায়—শিশু নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিরা অচিহ্নিত থেকে যায় এবং শাস্তির মুখোমুখি হয় না। ভয়, অবিশ্বাস এবং সামাজিক চাপের কারণে শিশুরা অনেক সময় তাদের অভিজ্ঞতার কথা প্রকাশ করতে পারে না।
সৌকর্য ঘোষাল আরও জানান, বাইরে থেকে আধুনিক বলে মনে হলেও আমাদের সমাজের ভেতরে রয়েছে গভীর ভণ্ডামি। অনেক পরিবার সামাজিক লজ্জা, যৌন কুসংস্কার ও প্রশ্নের ভয়ে সত্যকে আড়াল করে রাখে, যার ফলে নির্যাতিত শিশুর কণ্ঠ আরও চাপা পড়ে যায়।
শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদি মানসিক প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, শৈশবে পাওয়া মানসিক আঘাত একজন মানুষকে আজীবন বয়ে বেড়াতে হয়। এই ট্রমা অনেক সময় আত্মবিধ্বংসী আচরণের দিকে ঠেলে দেয়, আবার কখনও দমিয়ে রাখা যন্ত্রণা ভয়াবহ পরিণতির জন্ম দিতে পারে।
‘OCD’ ছবির মাধ্যমে পরিচালক একটি নির্যাতিত শিশুর দৃষ্টিভঙ্গি থেকেই গল্পটি তুলে ধরতে চেয়েছেন—যে শিশু সমাজের বিচারের তোয়াক্কা করে না এবং নিজের সত্য প্রমাণ করার দায় অনুভব করে না। ছবিটির মূল কেন্দ্রে রয়েছে সেই শিশুর নির্ভীক সত্য।
