মাদুরোর পতনের ওপর বাজিতে জিতে ৪ লাখ ডলারের বেশি আয়

মাদুরোর পতনের ওপর বাজিতে জিতে ৪ লাখ ডলারের বেশি আয়

আন্তর্জাতিক

ক্রিপ্টোভিত্তিক প্রেডিকশন মার্কেট পলিমার্কেট (Polymarket) সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। কারণ, এই প্ল্যাটফর্মে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতি নিয়ে বাজি ধরে এক ব্যবহারকারী প্রায় অর্ধ মিলিয়ন ডলার লাভ করেছেন। এই ঘটনায় প্রশ্ন উঠেছে—মার্কিন অভিযানের গোপন তথ্য ব্যবহার করে কি কেউ আগাম বাজি ধরেছিল?

পলিমার্কেটে জানুয়ারির শেষ নাগাদ মাদুরো ক্ষমতা হারাবেন কি না—এমন একটি প্রেডিকশন মার্কেট খোলা হয়। আশ্চর্যের বিষয় হলো, বাজি ধরার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে।

পলিমার্কেটের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি মাত্র গত মাসে প্ল্যাটফর্মে যুক্ত হয় এবং মোট চারটি পজিশনে বাজি ধরে—সবগুলোই ভেনেজুয়েলা সংক্রান্ত। প্রায় ৩২ হাজার ৫৩৭ ডলার বিনিয়োগ করে ওই ব্যবহারকারী আয় করেন ৪ লাখ ৩৬ হাজার ডলার।

এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, কে এই বাজির নেপথ্যে ছিলেন। তবে ডেটা বিশ্লেষণে দেখা যায়, ২ জানুয়ারি দুপুরে মাদুরোর ক্ষমতা হারানোর সম্ভাবনা ছিল মাত্র ৬.৫ শতাংশ। রাত দেড়টার আগেই তা বেড়ে দাঁড়ায় ১১ শতাংশে এবং ৩ জানুয়ারি সকালে হঠাৎ করেই সম্ভাবনা দ্রুত বাড়তে শুরু করে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর বাজির পরিমাণ হু হু করে বাড়ে।

এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি পলিমার্কেট কর্তৃপক্ষ। বেটার মার্কেটসের সিইও ডেনিস কেলিহার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-কে বলেন,

“এই বাজির ধরন স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে মার্কিন প্রশাসনের ভেতর থেকে কেউ মাদুরোকে আটকের তথ্য আগেই ফাঁস করেছে, আর সেই তথ্য ব্যবহার করেই বাজি ধরা হয়েছে।”

শুধু একজন নয়—পলিমার্কেটের আরও বহু ব্যবহারকারী মাদুরোর আটক হওয়ার সম্ভাবনায় বাজি ধরে হাজার হাজার ডলার লাভ করেছেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়।

এরই প্রেক্ষিতে সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রিচি টোরেস একটি বিল উত্থাপন করেন, যেখানে সরকারি কর্মচারীদের প্রেডিকশন মার্কেটে ট্রেড নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে প্রেডিকশন মার্কেট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। পলিমার্কেট ও কালশি (Kalshi)–এর মতো প্ল্যাটফর্মগুলোতে খেলাধুলা থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত নানা বিষয়ে বাজি ধরার সুযোগ রয়েছে।

বিবিসির তথ্যমতে, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে এসব প্ল্যাটফর্মে শত কোটি ডলারের বেশি বাজি ধরা হয়েছিল। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র পলিমার্কেট ও কালশির উপদেষ্টা হিসেবেও যুক্ত রয়েছেন বলে জানা গেছে।