শীত উপেক্ষা করে সুইমিংপুলে সাদিয়া আয়মান, ভাইরাল জলকেলির ছবি

শীত উপেক্ষা করে সুইমিংপুলে সাদিয়া আয়মান, ভাইরাল জলকেলির ছবি

বিনোদন

তীব্র শীতের মধ্যে পানিতে নেমে জলকেলিতে মেতে ওঠা—এমন সাহস ক’জনই বা দেখান! তবে এবারের শীত যেন হার মানল অভিনেত্রী সাদিয়া আয়মানের কাছে। সি ভিউ হোটেলের সুইমিংপুলে কাটানো মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি জানালেন, তার হৃদয় নাকি এই শীতের থেকেও ঠাণ্ডা।

ছোট পর্দা থেকে শুরু করে সিনেমা—বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনয়ের পাশাপাশি রূপ ও ফ্যাশনেও ভক্তদের নজর কাড়ছেন। সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি ও ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করে থাকেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশ করা ছবিগুলোতে দেখা যায়, একটি সি ভিউ হোটেলের সুইমিংপুলে বেশ ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন সাদিয়া। পরনে গোলাপি টি-শার্ট, চোখে রোদচশমা—নীল আকাশের পটভূমিতে তার প্রাণবন্ত ভঙ্গি আরও বাড়িয়ে দিয়েছে সৌন্দর্যের মাত্রা।

ছবির ক্যাপশনে সাদিয়া আয়মান লেখেন, ‘আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা!’—যা মুহূর্তেই ভক্তদের দৃষ্টি কাড়ে।

শীতের এই সময়ে তার পানিতে নামার ছবি দেখে ভক্তদের মন্তব্যেও দেখা যায় মজার ছোঁয়া। কেউ লিখেছেন, ‘তোমার রূপে শীত পালিয়েছে!’ আবার কেউ প্রশ্ন তুলেছেন, ‘এটা কি গরমের সময়ের ছবি?’

এর আগেও ব্রাইডাল ফটোশুটে লাল বেনারসিতে রাজকীয় লুকে আলোচনায় এসেছিলেন সাদিয়া আয়মান। তবে শুধু রূপ নয়, অভিনয়গুণ দিয়েও নিজেকে আলাদা জায়গায় প্রতিষ্ঠিত করেছেন তিনি।

২০২৫ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমায় তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি ‘দেরি করে আসবেন’, ‘খুঁজি তোকে’, ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ ও ‘প্লিজ গো’ নাটকেও দর্শকদের মন জয় করেছেন এই অভিনেত্রী।