থালাপতি বিজয়কে তলব করেছে সিবিআই

থালাপতি বিজয়কে তলব করেছে সিবিআই

বিনোদন

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপরিচিত অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয় এই মুহূর্তে রাজনৈতিক ও আইনি জটিলতার মধ্যে পড়েছেন। তাঁর রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)-এর একটি সমাবেশে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনা নিয়ে এবার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) সরাসরি জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে।

আগামী সোমবার (১২ জানুয়ারি) তাকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার দপ্তরে হাজিরা দিতে হবে।

গত ২৭ সেপ্টেম্বর, তামিলনাড়ুর কারুরে এলাকায় টিভিকে-র প্রথম বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। উপচে পড়া ভিড়ে পুলিশ ও আয়োজকরা হিমশিম খেয়ে যান। এক পর্যায়ে পদপিষ্টের ঘটনায় নারী ও শিশুসহ ৪১ জনের মৃত্যু হয়, এবং শতাধিক মানুষ গুরুতর আহত হন।

এই মর্মান্তিক দুর্ঘটনা ও নিরাপত্তার অব্যবস্থাপনা নিয়ে ইতিমধ্যেই ভারতের সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে। বিচারপতি জে কে মহেশ্বরী ও এনভি আঞ্জারিয়া সমন্বয়ে গঠিত বেঞ্চ ঘটনার গভীর তদন্ত সিবিআইকে দিয়েছেন। এছাড়া অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যেখানে দুইজন দক্ষ আইপিএস অফিসার রয়েছেন।

সিবিআই-এর তদন্তের মূল লক্ষ্য হলো সমাবেশের আয়োজন ও নিরাপত্তার ঘাটতি নির্ণয় এবং আয়োজক হিসেবে বিজয়ের দলের দায় কতটুকু তা স্পষ্ট করা। রাজনৈতিক মঞ্চে পা রাখার মাত্র শুরুতেই এই আইনি জটিলতা থালাপতি বিজয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সোমবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার মুখোমুখি হয়ে বিজয়কে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে।