মাত্র তিন মাস আগে ভারতীয় এক রিয়েলিটি শোয়ের মঞ্চে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অভীকা গৌর। ‘বালিকা বধূ’ ধারাবাহিকের আনন্দী চরিত্রের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত অভীকা এবার নতুন জল্পনার কেন্দ্রবিন্দুতে।
সোশ্যাল মিডিয়ায় স্বামী মিলিন্দ চাঁদওয়ানিকে সঙ্গে নিয়ে একটি পোস্টে তিনি লিখেছেন, “২০২৬ সালে আমাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে…”—এই সংক্ষিপ্ত ইঙ্গিতেই নেটপাড়ায় শুরু হয়েছে নানা আলোচনা।
অভীকা ভ্লগে বলেন, “আমাদের জীবনের এই পরিবর্তনটি আমরা আগে থেকে অনুমান করিনি। কোনো পরিকল্পনাও ছিল না। সত্যি বলতে, এটা নিয়ে কখনো স্বপ্নও দেখিনি। তবে এটি আমাদের কাছে বড় খবর এবং অত্যন্ত আশ্চর্যজনক।”
ভিডিওতে স্বামী মিলিন্দ বলেন, “আমি খুবই উচ্ছ্বসিত। তবে হ্যাঁ, একটু নার্ভাসও বটে।” এই কথোপকথন ভাইরাল হওয়ায় অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আরও জোরদার হয়েছে। যদিও অভিনেত্রী এখনই কোনো বিষয় স্পষ্টভাবে প্রকাশ করতে নারাজ। অভীকা জানিয়েছেন, কোনো খবর থাকলে তা তারা নিজেদের ইউটিউব চ্যানেলে শেয়ার করবেন।
২৮ বছর বয়সী অভীকা গৌর টেলিভিশনের পাশাপাশি বড়পর্দাতেও নিয়মিত কাজ করছেন। ২০২০ সালে মিলিন্দের সঙ্গে তাদের সম্পর্ক শুরু হয় এবং ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ‘পতি পত্নী অউর পঙ্গা’ শোয়ের মঞ্চে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
প্রশ্ন একটাই—‘বালিকা বধূ’-র জীবনে কি সত্যিই মাতৃত্বের নতুন অধ্যায় শুরু হতে চলেছে? দর্শকরা সেই উত্তরের জন্য অপেক্ষা করছেন সময়ের ওপর নির্ভর করে।
