সড়ক দুর্ঘটনার শিকার আশীষ বিদ্যার্থী ও তার স্ত্রী

সড়ক দুর্ঘটনার শিকার আশীষ বিদ্যার্থী ও তার স্ত্রী

বিনোদন

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আশীষ বিদ্যার্থী ও তার স্ত্রী রুপালি বড়ুয়া সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে গুয়াহাটির জু রোড এলাকায়, গত ২ জানুয়ারি রাতে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরে পুলিশ দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে। বর্তমানে দু’জনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল।

অভিনেতা নিজেই ইনস্টাগ্রামে লাইভে এসে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, “রুপালি আর আমি রাস্তা পার হচ্ছিলাম, তখন একটি বাইক আমাদের ধাক্কা মারে। আমরা দু’জনেই ঠিক আছি। রুপালিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, আমি ভালো আছি। সামান্য চোট লেগেছে, কিন্তু গুরুতর কিছু নয়।”

লাইভ চলাকালীন আশীষ নিজে হাঁটছেন দেখিয়ে সবাইকে আশ্বাস দেন যে, “ঘটনাটিকে অযথা বড় করা হচ্ছে। বাইক চালকও বর্তমানে সুস্থ।”

উল্লেখ্য, আশীষ বিদ্যার্থী ২০২৩ সালে রুপালি বড়ুয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর আগে তিনি ২২ বছরের দাম্পত্য জীবনের পর ২০২২ সালে প্রথম স্ত্রী পিলু বিদ্যার্থীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেছিলেন।