ঢালিউডের সুপারস্টার অপু বিশ্বাস জানান, সুযোগ এলে তিনি আবারও শাকিব খানের সঙ্গে বড় পর্দায় জুটি বাঁধতে আগ্রহী। প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে ফিরে আসা এই অভিনেত্রী সম্প্রতি একটি ইভেন্টে এ ইঙ্গিত দিয়েছেন।
অপু বিশ্বাস বলেন, “শাকিব একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। যেহেতু আমি বিরতি কাটিয়ে কাজ শুরু করেছি এবং সবার সহযোগিতা পাচ্ছি, তাই বলতে চাই—যদি কোনো হৃদয়বান প্রযোজক আগ্রহী হন এবং সুযোগ দেন, তাহলে ভক্তদের আশা পূরণ হতে পারে।”
ঢালিউডে শাকিব ও অপু বিশ্বাস জুটি হিসেবে ৭২টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। ব্যক্তিগত কারণে দীর্ঘদিন একসঙ্গে পর্দায় দেখা যায়নি তাদের। অপু বিশ্বাস আরও বলেন, “আমরা এতগুলো সিনেমা করতে পেরেছি প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণে। আবারও সুযোগ মেলে ভক্তদের জন্য নতুন সিনেমা উপহার দিতে পারি।”
নতুন সিনেমা ‘দুর্বার’ পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন আব্দুন নূর সজল। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের কোনো বড় উৎসবের সময় সিনেমাটি দেশের সব সিনেমা হলে মুক্তি পাবে।
