অভিনেতা পার্থ শেখ ও সামিহা রহমান শামার ঘরোয়া বিয়ে, পারিবারিক আয়োজনে সম্পন্ন

অভিনেতা পার্থ শেখ ও সামিহা রহমান শামার ঘরোয়া বিয়ে, পারিবারিক আয়োজনে সম্পন্ন

বিনোদন

প্রায় এক দশক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় অভিনেতা পার্থ শেখ ও সামিহা রহমান শামার। সময়ের ব্যবধানে মাঝখানে যোগাযোগ বন্ধ থাকলেও পরে আবার সম্পর্ক নতুন করে শুরু হয়। বন্ধুত্ব থেকে গড়ে ওঠে প্রেম, যা সহজ ছিল না।

পার্থের প্রেমের প্রস্তাবে প্রথমে রাজি হননি শামা। তিনবার প্রস্তাব দেওয়ার পর ২০২২ সালের ৩০ জানুয়ারি তিনি সম্মতি দেন। এরপর দুই বছর ধরে তারা গোপনভাবে প্রেম করেন। দুই পরিবারের সঙ্গে সম্পর্ক শেয়ার করার পর, গত বছরের ফেব্রুয়ারিতে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়।

প্রায় ১১ মাসের পর ২০২৬ সালের ৮ জানুয়ারি রাজধানীর নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে ঘরোয়া আয়োজনের মধ্যে তাদের বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

কালের কণ্ঠকে পার্থ শেখ বলেন, “শামার সঙ্গে পরিচয় ২০১৬ সালে। প্রথমে হালকা কথাবার্তা হয়, পরে দীর্ঘ সময় যোগাযোগ বন্ধ ছিল। আমি আমার ভালো লাগার কথা জানাই, তিনবার প্রস্তাবের পর শামা রাজি হন। আমাদের সম্পর্ক সুন্দরভাবে এগিয়েছে। দুই পরিবারকে জানিয়ে গত বছর বাগদান সম্পন্ন হয়। এবার ছোট আয়োজনের মধ্যে বিয়ে হয়েছে, সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চাই।”

তিনি আরও জানান, “ভবিষ্যতে আগামী ফেব্রুয়ারিতে বড় পরিসরে একটি আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”

পার্থ শেখ নির্মাণ দিয়ে ক্যারিয়ার শুরু করলেও সাম্প্রতিক বছরগুলোতে মডেলিং ও অভিনয়ের মাধ্যমে পরিচিত। নাটক ও ওয়েব সিরিজে নিয়মিত কাজ করছেন তিনি। সামিহা রহমান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা হিসেবে নিযুক্ত রয়েছেন।