ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য নতুন সুবিধা চালু করেছে ‘আমি প্রবাসী’ অ্যাপ। এখন থেকে বিদেশ যাত্রার আগেই এই অ্যাপের মাধ্যমে সহজে ভিসা যাচাই করতে পারবেন প্রবাসীরা। জরুরি এই সেবা পেতে ১৬৭৬৮ নম্বরে কল করলেই হবে।
রবিবার (১১ জানুয়ারি) ‘আমি প্রবাসী’ অ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা সংক্রান্ত প্রতারণা রোধ এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করতেই এই নতুন সেবা চালু করা হয়েছে। ওমান, কাতার ও সৌদি আরবগামী অভিবাসীরা যাত্রার আগে হেল্পলাইনে কল করে তাদের ভিসার প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন।
এরপর ‘আমি প্রবাসী’ টিম ভিসার তথ্য যাচাই করে দেখবে। যাচাই শেষে প্রবাসীর মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে ভিসাটি বৈধ নাকি অবৈধ। যদি কোনো ভিসার তথ্য সার্ভারে পাওয়া না যায়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে।
আর ভিসা বৈধ হলে এবং সংশ্লিষ্ট সরকারের অনুমোদন থাকলে, এসএমএসের মাধ্যমে ভিসার বৈধতা নিশ্চিত করা হবে। এই উদ্যোগ প্রবাসী কর্মীদের নিরাপদ বিদেশযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
