গত বছরের স্মরণীয় ফাইনালের পুনরাবৃত্তি হবে কি, নাকি ২০২৪ সালের সোনালি অতীত ফিরবে? স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ রাত জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট ক্লাব, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু হবে রাত ১টায়।
গত বছর ফাইনালে রিয়ালকে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা। এর আগের বছর শিরোপা উচ্ছ্বাসে মাতোয়ারা হয়েছিল রিয়াল। এবারও দুই দলের মধ্যে জয়ের প্রতিদ্বন্দ্বিতা লালন করছে স্প্যানিশ ফুটবলপ্রেমীদের।
নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকোরকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল। চোটের কারণে ম্যাচটি খেলতে পারেননি ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে এল ক্লাসিকোর আগে সৌদি আরবে উপস্থিত হয়েছেন তিনি। রিয়াল কোচ আলনসো জানিয়েছেন, ম্যাচে এমবাপ্পের খেলাধুলা নিয়ে সতর্ক সিদ্ধান্ত নেওয়া হবে। কোচ, ডাক্তার ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বার্সেলোনার সাম্প্রতিক রেকর্ডও বেশ ঈর্ষণীয়। রিয়ালের বিপক্ষে সর্বশেষ পাঁচটি এল ক্লাসিকো ম্যাচে চারবার জয় পেয়েছে কাতালানরা। যদিও সর্বশেষ ক্লাসিকো জয়ী ছিল রিয়াল। হ্যান্সি ফ্লিকের দল ঘরোয়া প্রতিযোগিতায় হারেনি এবং টানা ৯ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজকের ফাইনালে নামছে।
এবার দেখা যাবে, রিয়াল মাদ্রিদ কি বার্সেলোনাকে পরাজিত করে গত বছরের ফাইনালের বদলা নেবে, নাকি কাতালানরা নতুন শিরোপার উচ্ছ্বাসের স্বাদ গ্রহণ করবে।
