বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রে চারটি প্রীতি ম্যাচের আয়োজন করা হচ্ছে, যা ছোট আকারের একটি বিশ্বকাপ মহড়ার মতো হবে। ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও কলম্বিয়া মিলিত হয়ে মার্চে খেলবে ‘রোড টু টোয়েন্টি সিক্স’ সিরিজে। এই সিরিজটি বন্ধ হয়ে যাওয়া কনফেডারেশনস কাপের অভিজ্ঞতার ছোট রেশ দিতে পারে।
২৬ মার্চ ব্রাজিল ও ফ্রান্স মুখোমুখি হবে ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে, যেখানে ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ের বিপক্ষে খেলবে। একই দিনে কলম্বিয়া-ক্রোয়েশিয়া মুখোমুখি হবে অরল্যান্ডোতে।
২৯ মার্চ ফ্রান্সের দ্বিতীয় ম্যাচ হবে কলম্বিয়ার বিপক্ষে, ল্যানডোভারের নর্থ ওয়েস্ট স্টেডিয়ামে। ৩১ মার্চ সিরিজের শেষ ম্যাচে ব্রাজিল-ক্রোয়েশিয়া লড়াই করবে অরল্যান্ডোতে। মোট তিনটি শহরে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-ক্রোয়েশিয়া মুখোমুখি হয়েছিল, যেখানে টাইব্রেকারে ক্রোয়াটরা সেমিফাইনালে উঠেছিল। র্যাংকিংয়ে ফ্রান্স তিনে, ব্রাজিল পাঁচে, ক্রোয়েশিয়া দশে এবং কলম্বিয়া ত্রয়োদশ স্থানে অবস্থান করছে।
মার্চের এই সিরিজ বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতির সুযোগ দেবে দর্শক ও খেলোয়াড়দের জন্য। টিকিট বিক্রি শুরু হবে ১৩ জানুয়ারি থেকে।
