রোজার ইনস্টাগ্রামে তাহসান এখনো রয়েছেন

রোজার ইনস্টাগ্রামে তাহসান এখনো রয়েছেন

বিনোদন

গায়ক ও অভিনেতা তাহসান খান ও রোজা আহমেদ কয়েক মাস আগে বিয়ে করার পরও মাত্র কয়েক মাসের মধ্যেই আলাদা হয়ে গেছেন। গত জুলাই থেকে তাদের দাম্পত্য জীবন ছিন্ন হয়ে গেছে এবং এখন তারা চূড়ান্ত বিচ্ছেদের পথে।

বিষয়টি নিশ্চিত করে তাহসান বলেন, “যে গুজব ছড়িয়েছে তা সত্য। আমরা বেশ কয়েক মাস ধরে আলাদা আছি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা দেব।”

তবে রোজা আহমেদ ইনস্টাগ্রামে এখনও তাহসানের সঙ্গে তাদের যৌথ ছবি রাখছেন। তাদের বিয়ে ও বিয়ের পরের ভ্রমণের ছবি রোজা রেখেছেন, এবং অনেকে সেসব ছবিতে তাদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানিয়েছেন।

বিশেষভাবে দেখা যাচ্ছে, রোজার দিক থেকে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইনস্টাগ্রামে তাহসানের ছবি রাখার কারণে অনেকে ধারণা করছেন, রোজা হয়তো এখনও সম্পর্ক পুনর্গঠনের অপেক্ষায় আছেন।

দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র বলছে, যদিও দুইজনের পথ এখন আলাদা, ভবিষ্যতে তাদের সম্পর্ক ফের এক হতে পারে কি না তা সময়ই বলে দেবে।

তাহসান ও রোজার বিচ্ছেদের বিষয়টি সামাজিকমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, এবং অনেকে তাদের ব্যক্তিগত মনস্তাত্ত্বিক অবস্থান নিয়েও কৌতূহলী।