আইএস ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বড় হা'ম'লা, প্রকাশ্যে অভিযানের ভিডিও

আইএস ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বড় হা’ম’লা, প্রকাশ্যে অভিযানের ভিডিও

আন্তর্জাতিক

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর একাধিক ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১০ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা পরিচালিত হয়। অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকম জানায়, ‘অপারেশন হক আই স্ট্রাইক’-এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গত ১৩ ডিসেম্বর সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইএসের প্রাণঘাতী হামলার জবাব হিসেবেই এ সামরিক পদক্ষেপ নেওয়া হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের ভাষ্য অনুযায়ী, সন্ত্রাসবাদ দমন এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। সেন্টকম এক বিবৃতিতে জানায়, আইএস সদস্যরা যদি মার্কিন বা মিত্র বাহিনীর ক্ষতি করার চেষ্টা করে, তবে তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই কঠোর জবাব দেওয়া হবে।

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী যৌথভাবে ২০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ৩৫টির বেশি লক্ষ্যবস্তুতে ৯০টির বেশি নিখুঁত হামলা চালিয়েছে। অভিযানে এফ-১৫ই, এ-১০, এসি-১৩০জে, এমকিউ-৯ ড্রোন এবং জর্ডানিয়ান এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহৃত হয়েছে।

এই অভিযানে মার্কিন নেতৃত্বাধীন জোটের পাশাপাশি সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরাও অংশ নেয়। তবে হামলায় হতাহতের বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।