‘সেটা অনেক বড় প্রসঙ্গ’, বিচ্ছেদের সিদ্ধান্ত কেন প্রশ্নে তাহসান

‘সেটা অনেক বড় প্রসঙ্গ’, বিচ্ছেদের সিদ্ধান্ত কেন প্রশ্নে তাহসান

বিনোদন

নতুন বছরের প্রথম সপ্তাহেই রোজা আহমেদের সঙ্গে বিবাহবার্ষিকীর এক বছর পূর্ণ হলেও সেই আনন্দের বদলে নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্যের মুখে পড়েন গায়ক-অভিনেতা তাহসান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া খবর নিয়ে বিব্রত হয়ে অবশেষে নিজের দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

তাহসান স্পষ্ট করে জানান, বিবাহবার্ষিকী ঘিরে যে খবরগুলো ছড়িয়েছে, তার অনেকটাই সত্য নয়। তিনি বলেন, “বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম। সেই কারণেই বলতে হচ্ছে—আমরা এখন একসঙ্গে থাকছি না।” তাহসানের ভাষ্য অনুযায়ী, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তিনি ও রোজা আলাদা থাকছেন।

নিজের মানসিক অবস্থার কথাও তুলে ধরেন এই শিল্পী। তাহসান বলেন, “আমার মেন্টাল স্টেট খুব একটা ভালো না। অনেক দিন ধরেই ভালো নেই। কেন ভালো নেই, সেটা এখনই প্রকাশ্যে বলতে চাই না। সঠিক সময় এলে বলব।”

জন্মদিন ও বিবাহবার্ষিকী উদ্‌যাপন নিয়ে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে তাহসান আরও জানান, সম্প্রতি তাঁদের অ্যানিভার্সারি সেলিব্রেশন নিয়ে যে খবর ছড়িয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন। তাঁর কথায়, “আমি কোনো অ্যানিভার্সারি উদ্‌যাপন করিনি। আমরা কেউ কারও জন্মদিনে ছিলাম না। আমার জন্মদিনেও সে ছিল না।”

বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান বলেন, তাঁদের আলাদা হওয়ার সিদ্ধান্ত সত্য, তবে বিষয়টি এখনো চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে। সবকিছু সম্পন্ন হলে তিনি নিজেই আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান।