অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

বিনোদন

ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ সোমবার (১২ জানুয়ারি) ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগের মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীকে অব্যাহতি দিয়েছে।

আদালতের বিচারক মো. আদনান জুলফিকার শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। মামলার পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার জানান, “আমরা আদালতে প্রমাণ উপস্থাপন করেছি যে, মামলার ৭৯ লাইনের বক্তব্য সাজানো ও মনগড়া। বাদীর সঙ্গে মেহজাবীন ও তার ভাইয়ের কোনো দেখা হয়নি এবং হুমকির কোনো প্রশ্নই আসে না।”

শুনানি শেষে আদালত তাদের অব্যাহতি দিয়ে মামলাটি নথিজাত করেছে। এদিন মেহজাবীন ও আলিসান আদালতে উপস্থিত ছিলেন। মেহজাবীনের মুখে ছিল কালো মাস্ক। শুনানি শেষে তারা আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে যান।

মামলার সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে আমিরুল ইসলাম নগদ ও বিকাশের মাধ্যমে মেহজাবীন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার প্রলোভনে ২৭ লাখ টাকা দিয়েছেন। কিন্তু মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসার কার্যক্রম শুরু না করায় টাকা ফেরত দিতে বিলম্ব ঘটে। ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাওয়ার সময় তারা হাতিরঝিলের কাছে একটি রেস্টুরেন্টে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি-ধামকি দেখান।

এরপর আমিরুল ইসলাম ভাটারা থানায় অভিযোগ দাখিল করলে মামলা দায়েরের পরামর্শ পান। ২৪ মার্চ তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এর আগে ১৬ নভেম্বর মেহজাবীন ও তার ভাই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন।