রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১২ জানুয়ারি) সকালে র্যাব সদর দপ্তর এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে।
র্যাব জানায়, বাগেরহাট সদর থানা এলাকায় র্যাব-৩ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে সন্দেহভাজন হোটেল কর্মী মিলনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে গত ১০ জানুয়ারি বনশ্রীর একটি বাসায় নৃশংস হত্যার শিকার হন লিলি। তিনি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ওই দিন দুপুরে বাসায় ফেরার পর লিলিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে গুরুতর আঘাতের চিহ্ন দেখে বিষয়টি নিশ্চিত হয়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত জোরদার করে। র্যাবের এই আটককে মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
