ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে করা আপিলের শুনানির চতুর্থ দিন আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি)। সকাল ১০টায় শুরু হওয়া এই শুনানি চলবে বিকেল ৫টা পর্যন্ত।
আজকের শুনানিতে ২১১ থেকে ২৮০ নম্বর আপিল নিষ্পত্তির জন্য তালিকাভুক্ত রয়েছে। এসব আপিলে দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের যুক্তি ও অবস্থান নির্বাচন কমিশনের সামনে উপস্থাপন করার সুযোগ পাবেন।
এর আগে, আপিল শুনানির তৃতীয় দিনে নির্বাচন কমিশন মোট ৭১টি আবেদন নিষ্পত্তি করে। এর মধ্যে ৪১টি আপিল মঞ্জুর, ২৫টি বাতিল এবং চারটি আবেদন অপেক্ষমান রাখা হয়।
তৃতীয় দিনের শুনানিতে উল্লেখযোগ্য সিদ্ধান্ত হিসেবে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুমের প্রার্থিতা ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন। অন্যদিকে, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করা হয়।
নির্বাচন সংশ্লিষ্টদের মতে, চলমান আপিল শুনানির ফলাফল আসন্ন নির্বাচনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
