বিএনপির নির্বাচনী বিজ্ঞাপনে আলোচনায় আয়েশা তাব্বাসুম

বিএনপির নির্বাচনী বিজ্ঞাপনে আলোচনায় আয়েশা তাব্বাসুম

বিনোদন

ছোট পর্দার উদীয়মান অভিনেত্রী আয়েশা তাব্বাসুম সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন বিএনপির একটি নির্বাচনী বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে। বিজ্ঞাপনটিতে তাকে দেখা যায় একজন রিকশাচালকের মেয়ে হিসেবে—যার কোনো রাজনৈতিক বা সামাজিক রেফারেন্স নেই, তবুও ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে চাকরি পায়। এর পরই বিজ্ঞাপনে উঠে আসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য, যেখানে তিনি আগামীর বাংলাদেশের কর্মসংস্থান ব্যবস্থা নিয়ে কথা বলেন।

এই বিজ্ঞাপন প্রসঙ্গে আয়েশা তাব্বাসুম বলেন, “আমরা তরুণরা আগামীর বাংলাদেশকে যেভাবে দেখতে চাই, ঠিক সেটাই এই বিজ্ঞাপনে তুলে ধরা হয়েছে। আগামীর বাংলাদেশে ঘুষ দিতে হবে না, চাকরি হবে মেধার ভিত্তিতে। আমি একজন চাকরিপ্রার্থীর চরিত্রে অভিনয় করেছি। কাজটি করতে পেরে খুব ভালো লেগেছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই বিজ্ঞাপনের বার্তাকে ইতিবাচকভাবে দেখছেন এবং আয়েশার অভিনয়ের প্রশংসা করছেন।

আয়েশা তাব্বাসুম এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করেছেন। বর্তমানে তিনি নাটকে নিয়মিত অভিনয় করছেন। মাত্র দুই বছরের ক্যারিয়ারে তিনি পাঁচটি নাটক ও একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে একটি নাটক ইতোমধ্যে মুক্তি পেয়েছে।

পার্থ শেখের সঙ্গে অভিনীত তার নাটক ‘ভালোবাসার প্রত্যাবর্তন’ রচনা করেছেন রাকেশ বসু এবং পরিচালনা করেছেন আব্দুল্লাহ আল হারুন।

আয়েশার পরিবার যশোরে বসবাস করেন। পরিবারের পক্ষ থেকে অভিনয় নিয়ে শুরুতে আপত্তি থাকলেও তিনি নিজের আগ্রহ ও ভালো কাজের মাধ্যমে পরিবারকে বোঝানোর চেষ্টা করছেন বলে জানান। আয়েশা বলেন,
“বাবা-মা মনে করেন মিডিয়াটা ভালো জায়গা নয়। কিন্তু অভিনয় আমার ভালো লাগার জায়গা। আমি ভালো কাজ করে তাদের বোঝাতে চাই যে, আমি মিডিয়াতে এসেছি ভালো কাজ করার জন্য।”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়েশা বলেন, তিনি চলচ্চিত্র ও ওয়েব সিরিজেও কাজ করতে চান।
“রোমান্টিক চরিত্র যেমন করতে চাই, তেমনি সিরিয়াস চরিত্রেও নিজেকে দেখতে চাই। সুযোগ পেলে অবশ্যই চলচ্চিত্র ও ভালো ওয়েব সিরিজে কাজ করবো।”

অভিনয়ের পাশাপাশি আয়েশা তাব্বাসুম পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব লন্ডন-এ অধ্যয়নরত। জন্মশহর যশোর হলেও বর্তমানে তিনি রাজধানীর মিরপুরে বসবাস করছেন।