যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে আইসিসির নিরাপত্তা বিভাগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়েছে।
চিঠিটি মূলত একটি ই-মেইল বার্তা আকারে ৮ জানুয়ারি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, মোস্তাফিজুর রহমানের উপস্থিতি, সমর্থকদের নিরাপত্তা এবং বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের ঝুঁকির মাত্রা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আইসিসি বলেছে, বাংলাদেশ দলের জন্য ভারতের প্রস্তুতি ম্যাচ এবং গ্রুপ পর্বের ম্যাচে ঝুঁকি মধ্যম থেকে কম মাত্রার। তবে কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশের সমর্থকরা যদি দলের জার্সি পরে ছোট গ্রুপে স্টেডিয়ামে যান, তাদের ঝুঁকি মধ্যম থেকে উচ্চ মাত্রার হতে পারে। এছাড়া সহিংসতার ঘটনা আশেপাশের এলাকায় বিক্ষোভ তৈরি করতে পারে।
মোস্তাফিজের উপস্থিতি ধর্মীয় উগ্রপন্থার কারণে ঝুঁকি বাড়াতে পারে। ভারতের ভেন্যুতে খেলোয়াড়দের জন্য নিরাপত্তার ঝুঁকি মধ্যম মাত্রার। রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুরো অঞ্চলে সংক্ষিপ্ত থেকে মাঝারি প্রভাব পড়তে পারে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, কৌশলগত নিরাপত্তা পরিকল্পনা এখন বিসিবি ও বিসিসিআইয়ের দুইজন স্বাধীন নিরাপত্তা ব্যবস্থাপক পর্যবেক্ষণে রয়েছে এবং বিসিবিকে তাদের দৃষ্টিকোণ থেকে কোনো ঝুঁকি বা উদ্বেগ থাকলে তা সমন্বিতভাবে নিরসন করার আহ্বান জানানো হয়েছে।
