বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের ছোট বোন নূপুর শ্যানন জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। তিনি জনপ্রিয় গায়ক স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। শনিবার (১০ জানুয়ারি) ভারতের উদয়পুরে খ্রিস্টান ধর্মীয় রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
ছোট বোনের বিয়ের খুশির আবহেই আবারও আলোচনায় উঠে এসেছে কৃতি শ্যাননের বিয়ে প্রসঙ্গ। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক পুরনো সাক্ষাৎকারে কৃতির মা গীতা শ্যানন জানিয়েছিলেন, তিনি চেয়েছিলেন কৃতির বিয়ে যেন ২৩ বা ২৪ বছর বয়সের মধ্যেই হয়ে যায়।
সে সময় গীতা শ্যানন বলেছিলেন, “আমি কৃতিকে বলতাম ২৩ বছরের মধ্যেই বিয়ে করে নিতে। আমি নিজে একটু বেশি বয়সে বিয়ে করেছি বলে মনে হতো। নূপুরের জন্মের সময় আমার বয়স প্রায় ৩০ হয়ে গিয়েছিল। তাই আমার ধারণা ছিল, বিয়ের আদর্শ বয়স ২৩ বা ২৪।”
তবে মায়ের সেই পরামর্শ কৃতি শ্যানন মানেননি। বর্তমানে এই অভিনেত্রীর বয়স ৩৫ বছর, এবং তিনি এখনও বিয়ে নিয়ে কোনো আনুষ্ঠানিক পরিকল্পনার কথা জানাননি। যদিও শোনা যাচ্ছে, কৃতি এই মুহূর্তে শিল্পপতি কবীর বহিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন।
উল্লেখ্য, নূপুর ও স্টেবিনের খ্রিস্টান মতে অনুষ্ঠিত বিয়েতে নূপুর পরেছিলেন সাদা রঙের গাউন এবং স্টেবিন বেন পরেছিলেন সাদা স্যুট। জানা গেছে, রোববার রাতে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি মেনে আরেকটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে।
