পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ, প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত এবং বিভিন্ন বিষয়ে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (১৮ জানুয়ারি) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনের পরিবেশ নষ্ট করা এবং নির্বাচন কমিশনের ওপর বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান সংগঠনটির নেতারা।
ছাত্রদলের অভিযোগ, জোরপূর্বক সিদ্ধান্ত পরিবর্তন এবং বিশেষ একটি সেটআপের মাধ্যমে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন। এতে করে জাতীয় নির্বাচনেও বড় ধরনের কারচুপির নীলনকশা তৈরি করা হচ্ছে বলে দাবি করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ছাত্রদলের উত্থাপিত তিনটি অভিযোগের মধ্যে রয়েছে— পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে বিতর্কিত প্রজ্ঞাপন জারি।
ছাত্রদল সভাপতি বলেন, আজকের ঘেরাও কর্মসূচির মাধ্যমে নির্বাচন কমিশনকে সতর্ক করা হচ্ছে। তিনি আরও বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতেই তারা এই কর্মসূচি পালন করছেন। দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
