বিএনপির চেয়ারপারসন তারেক রহমান দেশের মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, “বাংলাদেশের ভেতর কোনো মহল দেশের গণতন্ত্র এবং ভোটাধিকার কে ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র করছে।”
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলীয়া মাদরাসা মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সমাবেশের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করা হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী।
তারেক রহমান বলেন, “যারা দেশের বাইরে থেকে পালিয়ে গেছে, তারা যেভাবে ভোট ডাকাতি করেছিল, ঠিক সেইভাবে আবার ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের মানুষকে সজাগ থাকতে হবে।”
তিনি সিলেটের গুম হওয়া নেতাদের স্মরণ করে বলেন, “ইলিয়াস আলী, দিনার, জুনায়েদসহ হাজারো মানুষের প্রাণের বিনিময়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছি। ২৪-এর গণ আন্দোলনের সময় সিলেটে ১৩ জন আমাদের জীবন দিয়েছে। সেই ত্যাগকে সম্মান জানিয়ে এই অধিকার রক্ষায় আমাদের সচেতন থাকতে হবে।”
তারেক রহমান আরও বলেন, “গত কয়েকদিনে বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক মাধ্যমে দেখা গেছে, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে পোস্টাল ব্যালট নিয়ে ভোট ডাকাতির চেষ্টা করা হয়েছে। দেশের ভেতরেও এ ষড়যন্ত্র থেমে নেই। তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে এই ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।”
এর আগে সকালে তিনি গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট-এ ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন এবং অরাজনৈতিক ১৩০ তরুণ ও শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করেন।
গতকাল বুধবার রাত ৭:৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেটে পৌঁছান। সিলেটে পৌঁছে সরাসরি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন এবং সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুড়বাড়িতে যান।
